Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লকমা রাজবাড়ি
স্থান

পাঁচবিবি  উপজেলার , বাংলাদেশ -ভারত সীমান্ত প্রান্তে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

পাঁচবিবি থানা সদর থেকে পশ্চিম দিকে ৫ কি:মি ভ্যান ও রিক্সাযোগে যাওয়া যাবে। তবে পাকা সড়ক আছে।

যোগাযোগ

লকমা চৌধুরী বাড়ি,পাঁচবিবি থানা সদরের ৮/৯ কিঃ মিঃ পশ্চিমে ভারতীয় সীমান্ত ঘেঁষে লকমা নামক গ্রামে অবস্থিত।

বিস্তারিত

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে ঐতিহাসিক লকমা রাজবাড়ি অবস্থিত । বাড়িটি বর্তমানে লকমা চৌধুরীর পরনাতীসহ উত্তরাধিকারী ও স্থানীয় বাসিন্দাদের  সমন্বয়ে গঠিত একটি সমিতি  দেখাশুনা করে। লকমা চৌধুরীর পরনাতী জানান, প্রায় ২০০-৩০০ বছর পূর্বে  বাড়িটি নির্মাণ করা হয়  এবং বর্তমানে এখানেপ্রায় ১৫ বিঘা জমি আছে । উক্ত জমিতে বিভিন্ন শস্য উৎপাদনের পাশাপাশি ফল ও ফুলের বাগান দেখা যায়। স্থানীয় লোকজন জানান, দালান দুটির একটি  ঘোড়াশাল এবং অপরটি হাতীশাল ছিল। তার একটু সামনে মাটির একটি ঢিবি রয়েছে যেখানে  ইউ আকৃতির বহু পুরাতন দ্বিতল ভবনের অবস্থান । জনশ্রুতি আছে যে, ভবনের কিছু অংশ মাটির নীচে ডেবে গেছে । লকমা রাজবাড়ির পূর্ব পার্শ্বে কবরস্থান ও কর্মচারীদের ঘর রয়েছে। এখনও প্রতিদিন অনেক লোক স্বচক্ষে রাজবাড়িঢি দেখার জন্য আসে।