Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
স্মৃতি সৌধ পাঁচবিবি
বিস্তারিত

 শহীদ স্মৃতি সৌধ,পাঁচবিবি এর তাৎপর্যঃ

 

           *** স্মৃতি সৌধটি বাংলা  অ/ ত/ ৩ অক্ষরের উপর নির্মিত । এটি মহান ভাষা আন্দোলনে আমাদের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল প্রকাশ করে।

            ***    রাসত্মা হতে প্রথমেই যে দেয়ালটি চোখে পড়ে সেটি পশ্চিমা শাসক গোষ্ঠির বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক ।

***    প্রথম দেওয়ালটির মাঝখানের উচ্চতা ৭ ফুট । এটি দ্বারা ১৯৭১ সালের ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এবং ৭জন বীর শ্রেষ্ঠকে বুঝানো হয়েছে ।

***   ১ম কর্ণারটির উচ্চতা ১১ ফুট । এটি দ্বারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল বুঝানো হয়েছে।

***   ২য় কর্ণারটির উচ্চতা ১৪ ফুট । এটি দ্বারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস  এবং পাঁচবিবি মুক্ত দিবস বুঝানো হয়েছে ।

***   ৩য় কর্ণারটির উচ্চতা ১৬ ফুট । এটি দ্বারা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস বুঝানো হয়েছে ।

***   ৪র্থ কর্ণারটির উচ্চতা ১৭ ফুট । এটি দ্বারা ১৯৭১ সালের ১৭ এপ্রিল অস্থায়ী মুজিবনগর সরকারের শপথ গ্রহণ বুঝানো হয়েছে ।

***    ৫ম কর্ণারটির উচ্চতা ১৮ ফুট । এটি দ্বারা ১৯৭১ সালের ১৮ এপ্রিল-প্রবাসে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন বুঝানো হয়েছে ।  ***    ৬ষ্ঠ কর্ণারটির উচ্চতা ২১ ফুট । এটি দ্বারা ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী মহান ভাষা আন্দোলনকে বুঝানো হয়েছে।

***    ৭ম কর্ণারটির উচ্চতা ২৪ ফুট । এটি দ্বারা ১৯৬৯ সালের ২৪শে জানুয়ারী গণ অভ্যুত্থানকে বুঝানো হয়েছে।

***    ৮ম কর্ণারটির উচ্চতা ২৫ ফুট । এটি দ্বারা ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল কালো রাত্রিকে বুঝানো হয়েছে।

***    ৯ম কর্ণারটির উচ্চতা ২৬ ফুট । এটি দ্বারা ১৯৭১ সালের ২৬ মার্চ , মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে বুঝানো হয়েছে।

            ***    সর্বোচ্চ উচ্চতা ৩০ ফুট । এটি দ্বারা মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ প্রাণের আত্মত্যাগকে বুঝানো হয়েছে।

            ***    ৩০ ফুট উচ্চতায় সূঁচালো চুড়াটি বেয়নেট আকৃতির, যা বীর মুক্তিযোদ্ধাদের শেŠর্য বীর্যের প্রতীক ।

           ***    ৯টি কর্ণার দ্বারা ৯ মাস স্থায়ী মুক্তিযুদ্ধকে বুঝানো হয়েছে।  

           ***    ২টি জানালা মুক্তিযুদ্ধের সময় ২ লক্ষ মা/বোনের সম্ভ্রম হারানোর বেদনার প্রতীক ।

            ***    স্মৃতি সৌধের দেয়ালগুলো অমসৃণ । এটি দ্বারা মহান মুক্তিযুদ্ধের চড়াই উৎরাই পথ বুঝানো হয়েছে ।  

***    স্মৃতি সৌধের চারপাশের ৪টি শোভিত বাগান দ্বারা আমাদের সংবিধানে বিধৃত রাষ্ট্র পরিচালনার ৪টি মূলনীতিকে বুঝানো হয়েছে ।

           ***    রাতে স্মৃতি সৌধে শোভিত লাল সবুজ আলো দ্বারা আমাদের জাতীয় পতাকাকে বুঝানো হয়েছে ।