Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
লকমা জমিদার বাড়ী
Details

প্রত্ন নিদর্শনের স্থান

লকমা চৌধুরী বাড়ি,পাঁচবিবি থানা সদরের ৮/৯ কিঃ মিঃ পশ্চিমে ভারতীয় সীমান্ত ঘেঁষে লকমা নামক গ্রামে অবস্থিত।

 

বর্তমান অবস্থা

জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় ওয়ারিশগনের দখলে আছে। ত্রিতল ভবনগুলির একতলা পর্যন্ত মাটির নিচে দেবে গেছে। দ্বিতল পর্যন্ত মাটির উপরে দঁাড়িয়ে আছে। সংস্কার করা হয়নি।

 

সংক্ষিপ্ত বিবরণ

প্রায় ৩শ বছর পূর্বে হাদী মামুন চৌধুরীর নামে এক প্রতাবশালী জমিদার এই প্রাসাদগুলি নির্মাণ করেন। কথিত আছে এই বংশের জমিদারগণ ছিলেন অত্যন্ত অত্যাচারী ও ভোগী প্রকৃতির । কোন একদিন গায়েব থেকে নির্দেশ জাররী হয় ‘‘ আজ সূর্যাস্তের মধ্যে এই বাড়ি ছেড়ে দিতে হবে অন্যথায় সব কিছু ধংস হয়ে যাবে ’’ । নির্দেশ অনুসারে সেদিন জমিদার বাড়ি থেকে সবাই বের হয়ে আসে। আর কেউ ঢুকতে পারেনি। আজও ঐভাবে পরিত্যক্ত অবস্থায় আছে।

 

যোগাযোগের ব্যবস্থা

পাঁচবিবি থানা সদর থেকে ভ্যান ও রিক্সাযোগে যাওয়া যাবে। তবে পাকা সড়ক আছে।