উপজেলার ঐতিহ্য ঃ
১৭৯৩ সালে সমগ্র পাঁচবিবি অঞ্চল সহ বর্তমান জয়পুরহাট এলাকা নিয়ে লালবাজার ( বর্তমান পাঁচবিবি ) থানা প্রতিষ্ঠিত হয়। ১৮২১ সালে দিনাজপুর জেলার লালবাজার (বর্তমান পাঁচবিবি) , ক্ষেতলাল ও বদলগাছী থানা সহ মোট ০৯টি থানা নিয়ে বগুড়া জেলা গঠিত হলে লালবাজার ( বর্তমান পাঁচবিবি) থানা বগুড়া জেলার অধীনে চলে যায় । খরস্রোতা নদী ভাঙ্গনে লালবাজার থানা ভেংগে যেতে থাকলে ১৮৬৮ সালের ১৬ই মার্চ থানা সদর লালবাজার হতে খাসবাগুড়ী নিকটবর্তী যমুনা তীরবর্তী পাঁচবিবি দরগা সংলগ্ন স্থানে স্থাপিত হয়। তখন থেকে লালবাজার থানা পাঁচবিবি নামে পরিচিত হতে থাকে । ১৯৭১ সালের ১লা জানুয়ারী জয়পুরহাট মহকুমা ঘোষিত হলে পাঁচবিবি থানা জয়পুরহাট মহকুমার অন্তর্ভূক্ত হয়। ১৯৮২ সালের ১৫ই ডিসেম্বর পাঁচবিবি থানাকে পাঁচবিবি উপজেলা হিসেবে ঘোষনা করা হয়। ১৯৮৪ সালের ২৬ ফেব্রুয়ারী জয়পুরহাট জেলা ঘোষিত হলে পাঁচবিবি উপজেলা জয়পুরহাট জেলার অন্তর্ভূক্ত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS