১৯৩১-৩২ খ্রিষ্টাব্দে তখনকার ধর্মানুরাগী কিছু মুসলমান ব্যাক্তির উদ্যোগে জনাব মোঃ মোবারক হোসেন মন্ডল সাহেব নিজে জমি দান করে এবং আর্থিক ও শারীরিক সহায়তায় একটি মক্তব প্রতিষ্ঠা করেন। ১৯৩৪ খ্রিষ্ঠাব্দের মাঝামাঝি তা জুনিয়র মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। কিমত্মু সরকারি কোন সহায়তা না পাওয়ায় তা বন্ধ হয়ে যায়। ১৯৩৬-৩৭ খ্রিষ্টাব্দে এটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে রূপ নেয়। প্রাথমিক ভাবে দশ শতাংশ জায়গার উপরে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের জায়গার স্বল্পতার কারণে জনাব মোঃ মোবারক হোসেন মন্ডল সাহেব বিদ্যালয়ের জন্য আরও ১৪ শতাংশ জমি দান করেন এবং ১৯৪১ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি সফলভাবে প্রতিষ্ঠা লাভ করে। প্রাথমিক পর্যায়ে বিদ্যালয়টি শুধুমাত্র ৪টি মাটির কক্ষ নিয়ে কার্যক্রম শুরু করে। বিদ্যালয়টি সরকারি করণের পর পরর্তীতে জনাব মোঃ জাছির উদ্দিন চৌধুরী সাহেব বিদ্যালয়ে এক একর দুই শতাংশ জমি দান করেন। ১৯৮৮-৮৯ খ্রিষ্টাব্দে সরকারি সহায়তায় তিনটি শ্রেণী কক্ষ ও একটি শিক্ষকদের কক্ষসহ মোট ৪টি কক্ষ তৈরী হয়। মাটির কক্ষ গুলো পরিত্যাক্ত হওয়ায় এবং শ্রেণীকক্ষের প্রয়োজনীয়তার কারনে ২০০৯ খ্রিষ্টাব্দে পি.ই.ডি.পি-২ এর অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় আরও দুটি শ্রেণী কক্ষ আনুভুমিক ভাবে তৈরী হয়। বর্তমানে বিদ্যালয়টির মোট ব্যবহৃত শ্রেণী কক্ষের সংখ্যা পাঁচটি ও শিক্ষকদের কক্ষ একটি সহ মোট কক্ষ ছয়টি।
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
মোঃ নজরুল ইসলাম | ০১৯২৩২৪২১১৭ | nondigramgps@gmail.com |
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
মোছাঃ আনজুমান বানু | ০১727-929844 | Anjuma25@gmail.com |
![]() |
মোঃ আব্দুর রাজ্জাক | ০১১৯০-৭৫২৪০৯/০১৭১২-৪৯৯৩২০ | nondigramgps@gmail.com |
![]() |
মোছাঃ ফরিদা ইয়াছমিন | ০১৭৪৬-৪৪৪৮৭৭ | nondigramgps@gmail.com |
![]() |
মোঃ মেহেদী হাসান | ০১৭৩৩-১০৮৭১১ | nondigramgps@gmail.com |
শ্রেণী | বালক | বালিকা | মোট |
শিশু | ০৬ | ০৩ | ০৯ |
প্রথম | ২১ | ১৭ | ৩৮ |
দ্বিতীয় | ১৮ | ২০ | ৩৮ |
তৃতীয় | ১৮ | ২২ | ৪০ |
চতুর্থ | ১৭ | ২৩ | ৪০ |
পঞ্চম | ২৩ | ১৩ | ৩৬ |
মোট | ১০৩ | ৯৮ | ২০১ |
ক্রমিক নং | সদস্যগণের নাম | সদস্য শ্রেণী | পদবী |
১ | জনাব মোঃ জোনাব্বর | অভিভাবক সদস্য (পুরুষ) | সভাপতি |
২ | মোঃ ফারুক হোসেন | অভিভাবক সদস্য | সহ-সভাপতি |
৩ | মোছাঃ জীবন নেছা | বিদ্যোৎসাহী (মহিলা) | সদস্য |
৪ | করুনা বিশ্বাস | বিদ্যোৎসাহী (মহিলা) | সদস্য |
৫ | মোছাঃ শাহিদা বেগম | অভিভাবক সদস্য | সদস্য |
৬ | মোছাঃ গোলসাহানা বেগম | অভিভাবক সদস্য | সদস্য |
৭ | মোছাঃ আঞ্জুমান বেগম | শিক্ষক প্রতিনিধি | সদস্য |
৮ | মোঃ মোস্তাফিজুর রহমান | জমি দাতা | সদস্য |
৯ | মোঃ নুরল ইসলাম | মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক | সদস্য |
১০ | মোছাঃ সিরাপজন | ইউপি সদিস্যা | সদস্য |
১১ | মোছাঃ নজরুল ইসলাম | প্রধান শিক্ষক | সদস্য-সচিব |
সন | পাশের হার |
২০০৯ | ৬৭% |
২০১০ | ৭৭% |
২০১১ | ৯৪% |
১০০% উপস্থিতি নিশ্চিত করণ এবং ছাত্র-ছাত্রীদের পাশের হার ১০০% ধরে রাখা।
উপজেলা সদর হতে ১৬ কিঃ মিঃ পূর্ব দিকে নন্দিগ্রাম গ্রামে অত্র বিদ্যালয় টি অবস্থিত পাঁকা রাস্তা বিদ্যালয়টির যোগাযোগ ব্যবস্থাকে সুগম করেছে। হয়।